যোগাযোগঃ বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র হতে সোজা দÿÿণ-পশ্চিম কোণে কর্ণফুলীর তীর ঘেষে সবুজ-শ্যমালিমা মন্ডিত দোয়েল পাপিয়ার যাকে মুখরিত ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদ। উত্তরে শিকলবাহা ইউনিয়ন, দÿÿণে আনোয়ার উপজেলার চাতরী ও বৈরাগ ইউনিয়ন, পশ্চিমে কর্ণফুলী নদী ও জুলধা ইউনিয়ন এবং পূর্বে শিকলবাহা খাল ও জিরি ইউনিয়ন।অত্র ইউনিয়ন হতে জেলা ও উপজেলা সদরে পৌঁছানোর প্রধান মাধ্যম হলো হলো সড়ক। কোন কোন এলাকা হইতে জলপথেও জেলা সদরে পৌঁছানো যায়। চট্টগ্রাম শহর হতে যেকোন যানবাহনের সড়ক পথে ২ নং বড়উঠান ইউনিয়নে পৌঁছানো যায়।অত্র ইউনিয়নের অধিকাংশ প্রধান সড়কগুলোতে ইট বিছানো। কিছুকিছু গুরম্নরত্বপূর্ন সড়কে সম্প্রতি পিছ ঢালা করা হয়েছে। কয়েকটি রাসত্মায় ইট বিছানোর কাজ চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস