Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শাহমীরপুর মৌজার সরকারী খাস জমি ও পুকুর অবৈধ ভাবে ভরাট করে দোকান নির্মাণ প্রসঙ্গেঁ।
বিস্তারিত

বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার
কর্ণফুলী,চট্টগ্রাম।

বিষয়ঃ-অত্র ইউনিয়নের শাহমীরপুর মৌজার সরকারী খাস জমি ও পুকুর অবৈধ ভাবে ভরাট করে দোকান নির্মাণ প্রসঙ্গেঁ।

জনাব,
উপযুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ববস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জনাব মোঃ নুরুল ইসলাম ও মোঃ জয়নাল, পিতা-নুরুল আলম এর আবেদনের প্রেক্ষিতে জানা যায়, শাহমীরপুর মৌজার নি¤œ লিখিত ব্যক্তিগণ যথাক্রমে ১। মোঃ মনজুর আলম, পিতা-মৃত বদি আলম, ২। মোঃ মনির, পিতা- মোঃ মনজুর আলম, ৩। মোঃ হারুন, পিতা-মৃত আজিজ উল্লাহ, ৪। মোঃ আবছার , পিতা-মোঃ হারুন, সর্ব সাং-দক্ষিণ শাহমীরপুর, ওয়ার্ড নং-০৭, হাফেজ সাহেবের বাড়ী, ডাকঘর-ফকিরনীর হাট-৪৩৭১, খানা-কর্ণফুলী, চট্টগ্রাম, উল্লেখিত ব্যক্তিগণ অবৈধ ভাবে সরকারি খাস জমির উপর বালু বরার্ট করে দোকান নির্মাাণ করেন বলে জানান আবেদন কারী। আবেদন কারীর আবেদনের প্রেক্ষিতে যাচাই পূর্বক পুকুরের উপর বালু বরার্ট করে দোকান নির্মাণ করার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় অভিযুক্ত জায়গা সরকারী খাস জমি কিনা যাচাই পূর্বক উক্ত বিষয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ রইল।

সংযুক্তি:-
১। মোঃ নুরুল ইসলাম ও মোঃ জয়নাল এর আবেদন কপি।

অনুলিপিঃ-
১। সহকারী কমিশনার ভূমি, কর্ণফুলী,চট্টগ্রাম।
২। ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বড়উঠান, কর্ণফুলী,চট্টগ্রাম।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/03/2020
আর্কাইভ তারিখ
31/03/2020